হৈচৈ ছড়ায় রতন বসাক

শিয়ালের দুঃখ
গগন জুড়ে মেঘের মেলা
আসতে পারে বৃষ্টি,
তারই দিকে নয়ন মেলে
বন পশুদের দৃষ্টি।
রোদের মাঝে বৃষ্টির দেখা
কেমন যেন হলো,
শিয়াল মামার বিয়ে হচ্ছে
সবাই মিলে চলো।
সিংহ ঘোড়া বনের পাখি
আরো গেল হাতি,
নানা রঙের একটা করে
হাতে নিয়ে ছাতি।
পৌঁছে দেখে শিয়াল মামা
কাঁদছে স্ত্রীকে ধরে,
কান্নার কারণ বৃষ্টির জলে
উঠোন গেছে ভরে।
কেমন করে খেতে দেবে
সবাই এলে পরে,
সম্মানটুকু রইবে না আর
শরমে তাই মরে!