কবিতায় রতন বসাক

বৃষ্টি যদি হতো
বর্ষা ঋতু আসলো ফিরে
বৃষ্টির দেখা নাই তো,
দেশটা জুড়ে অস্থির গরম
সইছে সবাই তাই তো!
কি আর করে গগন দেখে
মেঘের আশা করে,
ভাবছে মনে হঠাৎ করেই
কখন এসে ভরে?
ঘরে বাইরে রোদের তাপে
দেহে জ্বলন ধরে,
বৃষ্টি তেমন হচ্ছে কোথায়
বরুণ দেবের বরে?
ভীষণ গরম ভাল্লাগে না
অলস লাগে দেহ,
একটু বৃষ্টি আনতো যদি
এমন সময় কেহ।
বৃষ্টির জলে ঠান্ডা পেতাম
কমে যেতো গরম,
শুকিয়ে কাঠ হয়ে যাওয়া
মাটি হতো নরম।