হৈচৈ শনিবারের কবিতায় রঞ্জনা বসু

আবাহন
শরৎ এল, শরৎ এল
ছড়িয়ে দিয়ে খুশি ;
নৌকাখানি বাইছে মাঝি
গাইছে ভাটিয়ালী।
ভোরের কোলে শিশির ফোঁটা
ভৈরবীর ঐ সুর
নাচে বাতাস, শিউলি সুবাস
সোনালী রোদ্দুর।
কে দিয়েছে এমন সুখ?
দূর্গা দেবী বুঝি!
আগমনীও বলতে পারি
বলতে পারি, দশভূজার
সব পাড়াতেই বাড়ি।
শরৎ এলেই আশা
মেয়ে এলে নিজের ঘরে
আনন্দ গান গাওয়া।
স্নিগ্ধ শান্তি আঁচল পেতে
জেগে ওঠে প্রাণ আলিঙ্গনে
শারদীয়ার কাছে।
তাই বুঝি দিন নতুন হল
আলোর স্রোতে ভেসে গেল
ছুটতে ছুটতে মেঘেরা সব
খবর যেন রটিয়ে দিল,
বললে আকাশ, শরৎ এখন
বুকের মধ্যে হাজার ছবি
তোমার জন্য আঁকতে বসে
আঁকতে বসে সেই নদীও
নাম ধরে যে ডাকতে জানে।