|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় ড: রাখীবৃতা বিশ্বাস

শেষ ঠিকানা
সবটুকু পাওয়ার পোশাকী আনন্দে
অসুখী জীবন গুমুড়ে মরে,
স্থাবর ও অস্থাবরে অবরূদ্ধ
কংক্রিটের গাণিতিক পরিভাষায়।
ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে
“লাব ডাব” শব্দবন্ধ খানি…
ভোকাট্টা প্রাণ ভোমরার
অনিমিখ আত্মসমর্পনে।
আকাশ…
অবকাশ…
দীর্ঘশ্বাস!
হয়তো বা কিছুটা
বিনম্র অবসাদ…
আবারো ফুরিয়ে যাওয়া
বাদামের খোসার মতো
পল্কা ভালোবাসায়,
আগামী বসন্তের মিথ্যে অনুরণন…
নোঙরহীন…ভাঁটার টানে,
একা একা ভেসে চলা,
শেষ ঠিকানার খোঁজে
বেনামী সর্বহারা স্রোতের উজানে…
তবু সাথে থাক স্বপ্নের বুনন,
অন্তহীন গহীন অবকাশে…
কাঁচা সোনা রোদ্দুরে
একঝলক হেসে,
একলা ঐ আকাশটাকেই
বড্ড ভালোবেসে।।