এরিস্টটল বলেছেন, ‘প্রতিটি নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতই পুরোনো হয়, ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।’ আবার এমিলি ডিকেনসন বলেছেন, ‘আমার বন্ধুরা আমার সাম্রাজ্য।’ তবে আমার কাছে আমার বন্ধুরা হলো হাত আর চোখের মতো। হাত যখন ব্যথা পায়, চোখ দিয়ে তখন জল ঝরে পড়ে। আবার চোখ দিয়ে যখন জল ঝরে পড়ে, তখন, হাতটা চোখের জল মোছার জন্য ব্যস্ত হয়ে যায়। সুতরাং হাত আর বন্ধুত্বের চোখের সম্পর্ক যেমন ঘনিষ্ঠ, আমাদের বন্ধুত্বন্ধনও একই সুতায় গাঁথা৷ একে অপরের কাছে থেকে দূরে থাকলেও অন্তরে টান থাকে ষোল আনা।
একটা ভৌগোলিক গন্ডী দিয়ে দুটো দেশকে আলাদা করা যায় কিন্তু দুটো অভিন্ন হৃদয়কে কি আলাদা করা যায় ? বাংলাদেশের স্বজনরাও আমার অভিন্ন হৃদয়ের বন্ধু৷ আমাদেরও চোখ আর হাতের মত সম্পর্ক৷ দূরত্ব আছে বটে, তবে আত্মীক যোগাযোগ বড় নিবিড়৷