কবিতায় রতন বসাক

যদি পারো
আলো জ্বলে বাজি পোড়ে
কালী পুজো এলে,
হয়তো এতে কারো-কারো
সাময়িক সুখ মেলে।
শব্দের দূষণ হয় যে এতে
দেখো একটু ভেবে,
কারো ক্ষতি করলে পরে
ঈশ্বর আশীষ দেবে?
বাজির আগুন ধরে গিয়ে
বিপদ ঘটতে পারে,
ক্ষতি জেনেও বলো দেখি
জ্বালো কেন তারে?
যদি পারো খুশীর আলো
জ্বালো খরচা করে,
ভালো কিছু করার থেকে
থাকছো কেন সরে?
দীপাবলির রাত্রে এবার
ওসব বন্ধ করো,
বাজির অর্থ দানে দিয়ে
গরিবের ঘর ভরো।