|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় রতন বসাক

মহান কবি
রবীন্দ্রনাথ ঠাকুর তুমি
বিশ্বের ছিলে মহান কবি,
কলম দিয়ে খাতার উপর
লিখে আঁকতে সবার ছবি।
কবিতা গান প্রবন্ধ আর
নাটক ছড়া অনেক লেখা,
মনটা দিয়ে পড়লে পরেই
ভালো কিছু যায় যে শেখা।
তোমার সৃষ্টি গীতাঞ্জলি
নোবেল প্রাইজ এনে দিল,
বিশ্বকবি তোমায় মানায়
তাইতো সবাই মেনে নিল।
সাহিত্যতে সবাই জানে
তুমি হচ্ছো কবির গুরু,
তোমার লেখা সহজ পাঠে
মোদের শিক্ষা জীবন শুরু।
বাংলা ভাষা তোমার জন্য
জগজ্জুড়ে জেনে গেল,
বাইশ শ্রাবণ চলে গেলে
হারিয়ে সব দুঃখ পেল।