সম্পাদকীয়

আজ সাহিত্য মেহেফিলের নিয়মিত লেখক স্বপঞ্জয় চৌধুরীর পিতা পরলোকগমন করেছেন৷ আমরা সকলে একটি পরিবার৷ স্বপঞ্জয়ের সঙ্গে আমাদের ভৌগোলিক দূরত্ব থাকলেও আমরা একে অন্যের সাথে মানসিক বন্ধনে আবদ্ধ ৷ আমরা সমব্যথী৷ আমরা সকলে তোমার পাশে আছি৷ মৃত্যু যেমন সত্য তেমনি ভালোবাসাও ধ্রুব সত্য৷ তোমার এবং তোমার পরিবারের প্রতি সমগ্র টেকটাচটক পরিবার তথা সাহিত্য মেহেফিলের পক্ষ থেকে জানায় সমবেদনা এবং তোমার পিতার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ৷
শোক সামলে ওঠো৷ ওং শান্তি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়