|| নারীতে শুরু নারীতে শেষ || বিশেষ সংখ্যায় রিয়া ভট্টাচার্য্য

ফাল্গুনী নারী

ফাগুন ‘ আজ আগুন জ্বালো জীর্ণ মনের কন্দরে….
নিরালায় বসে পড়ি হেসে হেসে অসহায় নারীযন্ত্রণা,
তারা খুব সুখে ব্যথা হয়েছিল শেষে ;
তবু এ জঠর ধরে রাখলোনা।

পিয়ালের ডালে পিউ কাঁহা গেয়ে…
ধৃতিমান যত গুণী,
শুকিয়ে গিয়েছে স্তাবক পিঞ্জর ;
মায়াজল তবু মরেনি।

স্নিগ্ধতা যত কালিমা হয়ে ললাটে দিয়েছে এঁকে ‘
মালিন্যতার নেশা,
সকলি হারায় চিতার আগুনে ;
মিথ্যেহরিণ বাসা।

ফাগরঙা তনু মুছে গেছে কবে …
তবু কি জেগেছো নারী!
ভোগ হতে ত্যাগ হেঁটে গেছো কত ;
পারনী দিগন্ত ‘কড়ি।

তবে কেন মিছে সংসার মায়া…
পর ‘তরে শত বলিদান,
মানুষ হয়ে উঠে দাঁড়িয়ো তো কভু ;
বিধাতারে চেয়ে প্রতিদান।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।