কবিতায় রমেশ ভট্টাচাৰ্য

না দেখা তোমাকে
লক্ষ্য পূরণ গ্রাম বা শহরের
সীমাতে আবদ্ধ নয়,
দেশ বা বিদেশ
যেখানে সেখানে তুমি।
জানি এ পৃথিবী, ঈশ্বর
তোমার শরীর ও মনের
প্রতিরোধ ব্যবস্থা,
শক্তিশালী এক সুরক্ষা বলয়
তাই তোমার জন্যে ভাবনা
শিকড় হীন।
তুমি ভালো কি আছো?
জানি, সব উত্তরি আমার কাছে
সুখ ও দুঃখের উৎস,
তাও ভালো থেকো
আশ্রয়ের আস্তরণে।
এখানে বসন্ত আসছে
অতি ধীর চালে
দেবদারু,শিমুল, মহুয়া শাখায়
কোকিলের আনাগোনা।
নিঃশব্দে ফুটছে ফুল
অশোক, কুর্চি, গামারীর ডালে।
দোল আর হোলির
আসন্ন আবেশে
আচ্ছন্ন চরাচর,
তোমার ওখানে?
পৃথিবীতে নিরন্তর
সুখ আর শান্তি নেই কোনো
ঋতু রাজ আসে, পাঁচ ঋতু
অপেক্ষার শেষে
আপনাকে স্মরনীয় করে।
দীর্ঘ বিরহের পর
আকর্ষণ বহুগুনে বাড়ে
তাই বুঝি, হে পরদেশী
না দেখা তোমাকে চাই
দেখার চেয়েও বেশি।