প্রবন্ধে রতন বসাক

” শরৎ আনে সবার জন্য খুশি আর আনন্দ “

এই প্রকৃতির বুকে ছটা ঋতু বছরে চলতে থাকে । প্রত্যেকটা ঋতুই কমবেশি দুমাস করে থাকে । বিশেষ করে এই বাংলাতে প্রত্যেকটা ঋতুই ভালো ভাবে আমরা সবাই অনুভব করতে পারি । বর্ষা ঋতুর ঝড়-বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকে আর শরতের আগমন হয় । বৃষ্টি কমে গিয়ে হালকা হালকা ঠান্ডা অনুভব হয় । চারিদিকে একটা খুশি খুশি ভাবও বোঝা যায় ।
বৃষ্টিপাতের জন্যই গাছগুলো সবুজে ভরপুর হয়ে থাকে । মাঠে-ঘাটে জমির আলে শুভ্র কাশফুলের দেখা যায় ঠিক এই সময় । আকাশে বাতাসে এক উজ্জ্বলতার অনুভব দৃশ্যগত হয় । গগন জুড়ে সাদা মেঘের ভেলা চলতে থাকে হওয়ার সাথে সাথে । জানান দেয় যে শরৎকাল এসে গেছে ।
শরৎকাল আশা মানেই একটার পর একটা পুজো পার্বণের শুরু হয়ে যায় । বিশেষ করে বাঙালীদের সবচেয়ে বড় উৎসব ” দুর্গোৎসব ” মহা ধুমধামের সাথে করা হয়ে থাকে এই সময়ে । পুজোর শুরুটা যদিও হয় গনেশ পুজো দিয়ে । আর শেষটা হয় কার্তিক পুজো দিয়ে ।
শরৎকাল এলেই একটা যেন অজানা পুজো পুজো গন্ধ আমরা সবাই অনুভব করতে পারি । মায়ের আগমনের জন্য পাড়ায় পাড়ায় মন্ডপ সজ্জার শুরু হয়ে যায় । ওই কটা দিন মায়ের সাথে আমরা ধর্ম ভুলে মিলেমিশে একসাথে আনন্দ করি সব ভুলে । বাজারে দোকানগুলোতে নতুন সম্ভারে সেজে ওঠে । প্রত্যেকেই কম-বেশি কিছু নতুন জামা কাপড় কেনে ।
আর এই দুর্গোৎসবকে উদ্দেশ্যে করেই অনেকে অনেক রকম ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে । ছোট ছোট ব্যবসায়ীরা আর্থিক স্বচ্ছলতা দেখতে পারে । তবে সবাই যে এই উৎসবে খুশি হয় তা কিন্তু নয় । এখনো কিছু দরীদ্র পরিবার আছে যারা এই উৎসবে শামিল হতে পারেনা ও খুশি মানাতে পারেনা ।
সুখের কথা হলো এইসব দরীদ্র পরিবারগুলোর জন্য বিভিন্ন পুজো কমিটির থেকে উদ্যোগ নিয়ে তাদের সাহায্যের ব্যবস্থা করে থাকে । এছাড়াও অনেক স্বয়ং স্বেচ্ছা সেবক সংঘের মাধ্যমেও দরীদ্রদের জন্য কিছু দানের ব্যবস্থাও করা হয় । যাতে করে অন্তত পুজোর কটা দিন সবাই মিলেমিশে আনন্দ ভাগ করে নিতে পারি ।
শরৎকালটা মানুষের শরীর ও স্বাস্থ্যের পক্ষেও ভালো । এই সময় গরমটাও খুব বেশি নয় আবার ঠান্ডাটাও খুব বেশি নয় যাকে বলে নাতিশীতোষ্ণ । বৃষ্টির জন্য পরিবেশ পরিষ্কার থাকায় মানুষের মধ্যে রোগের প্রাদুর্ভাবটাও কম থাকে । স্কুলগুলো ছুটি থাকায় ছোট ছোট ছেলেমেয়েরা মন ভরে আনন্দ করতে পারে । তাই শরতকাল মানেই খুশির মেলা ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।