ক্যাফে কাব্যে রাহুল বিশ্বাস

কি দিতে পারি!
তোমায় স্বপ্ন দিতে পারব না
চাইইলে , অদুখের সুখ দিতে পারি।
জীবন নদীর তলানিতে এসে গেছি
চাইলে , মুক্ত হীন ঝিনুক দিতে পারি
একটা রাত চাই তোমার কাছে
চাইলে , রাতের দাম দিতে পারি।
বহু কুৎসা রটানো আছে আমার নামে ,
চাইলে , কিছুটা বদনাম দিতে পারি
মৃত প্রায় যৌবনথেকে কাম বাচিয়ে রেখেছি
সহবাস চাইলে , বারবার দিতে পারি।
হাজারো নির্ঘুম প্রহর জমানো আছে,
চাইলে , মধ্যরাতের অন্ধকার দিতে পারি।
ভালবাসা চাইলে দিতে পারব না
আবেগ চাইলে, দিবানিশি দিতে পারি
তোমায় মুক্তি দিয়েছি আমার থেকে
এর বেশি আর কিবা দিতে পারি!