আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ রুমি বন্দ্যোপাধ্যায়

জিজ্ঞাসা
তুমি আশ্চর্য… ভয়ানক আশ্চর্য,
বাঁ পাশ দিয়ে দেখলে অবিকল নদী মনে হয় তোমায়,
আরোগ্যহীন জলোচ্ছ্বাসে ভেসে যাব ভেবে ভয় করে।
তখন গুটি গুটি পায়ে ডান পাশে এসে দাঁড়াই…
ওমা! ততক্ষণে দেখি একটা আস্ত নৌকা হয়ে গিয়ে আমাকেই ডাকছ , তোমার কাঠের শরীর
জলেতে রমনীয় ভাবে ছলাৎ ছলাৎ করছে!
কোন মানে হয়?
এ কী বহুরূপীর পাল্লায় পড়লাম রে বাবা!
এসব ভাবতে ভাবতেই নৌকাটাতে উঠে বসেছি কোনরকমে….
এখন সত্যি করে বলত,বইতে পারবে আমার ভার?
আমার চরমতম বিপদ এবং নিশ্চিন্ততম উদ্ধার,
তোমাকেই জিজ্ঞেস করছি…ভেবে জানিও এইবার।