সম্পাদকীয়

প্রতীক্ষা শব্দটার ওজন কখনও কখনও বেশ ভারি হয়ে যায়৷ তার প্রভাব এত তীব্র হয় যে হৃদয়ের নিভৃত কোনে চির অন্ধকার নিঃশব্দে বাসা বাঁধে৷
জন্ম মুহূর্ত থেকেই মানুষ প্রতীক্ষা করতে শিখে যায়৷ ছোট্ট শিশু মায়ের জন্য প্রতীক্ষা করতে শেখে৷ খিদে পেলে, ঘুম পেলে, ভয় পেলে একটা মানুষের জন্যই প্রতীক্ষা তখন, তিনি জন্মদাত্রী, তিনি মা! যত ইন্দ্রিয়রা সক্রিয় হয় চাহিদা চুপিসাড়ে প্রবেশ করে জীবনে৷ তারপর চাহিদা পূরণের প্রতীক্ষা৷ প্রথমে খেলনার জন্য প্রতীক্ষা৷ তারপর আরও বড় কিছু আরও দামী৷ বাড়ি, গয়না, সম্পত্তি৷ বড় হতে হতে রেজাল্টের প্রতীক্ষা৷ চাকরির প্রতীক্ষা৷ ভালোবাসার মানুষের প্রতীক্ষা প্রতীক্ষা৷

প্রতীক্ষা এত দীর্ঘ হয় কখনও কখনও যে গোটা জীবনটা সেই প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে কেটে যায়৷ তবু ভোর আসে না৷ পাখিদের কুজন, মন্দিরের ঘন্টা কিছুই আর শোনা হয়ে ওঠে না৷ বিমর্ষ জীবন, না পাওয়ার যন্ত্রণাকে শুশ্রূষা করতে করতে হয়ত চৌকাঠ পেড়োয়৷ শ্মশানের ছাই, বিন্নি ধানের ছেটানো খই, অগুরুর গন্ধ আর প্রতীক্ষা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে একটা জীবন অন্তিম অন্ধকারে কখন যেন কর্পূরের মত উবে যায়৷

তবু চমক লাগে, যখন প্রতীক্ষা হয়ে ওঠে পাহাড়ী ঝরনা, মিঠা পানি, একমুঠো শিউলি৷ আর সেই প্রতীক্ষা যখন রূপ পায়, তখনই তো কল্পতরু তখনই তো অমরাবতী তখনই তো আমোদিনী ভোর৷ এই ভোরের অপেক্ষায়ই তো দিন গোনা৷ সম্পর্ক, সংসার, ভালোবাসা তখন নন্দনকানন৷
এই নন্দনকাননে আমরা সবাই থাকতে চাই৷ প্রতীক্ষার এমন অবসানই জীবনের আস্বাদ্য৷ সকলের প্রতীক্ষা যেন সুবাসিত হয়ে, রামধনুর রঙে লাল নীল সবুজ হলুদ কমলা আরও আরও যত সব রঙ আছে সব রঙ যেন জীবনের ক্যানভাসকে রঙীন করে তোলে৷
সকলে ভালো থাকবেন, পড়তে থাকবেন, লিখতে থাকবেন৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায় 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।