হৈচৈ ছড়ায় রতন বসাক
by
·
Published
· Updated
রবির খেলা
সকালবেলা জাগি যখন
পূব আকাশে দেখি তখন
আবার ফিরে আসে,
রবির হাসি সামনে এলে
নতুন জীবন সবার মেলে
আলোয় ভুবন ভাসে।
পশ্চিম দিকে যেতে থাকে
মাঝে মধ্যেই মেঘে ঢাকে
সাদা কালোর খেলা,
নীল গগনে সোনার থালা
গরমকালেই ধরায় জ্বালা
কাটতে থাকে বেলা।
বারো ঘন্টা থাকার পরে
নিজের মতো নিজে সরে
থাকে গিয়ে তলে,
রবি নাকি একই স্থানে
জগৎ ঘোরে এটা মানে
জ্ঞানীরা সব বলে।
ঘরে বসেই এটাই ভাবি
কে দিয়েছে তারে চাবি
সদাই যাচ্ছে ঘুরে,
আধা জগৎ করে আলো
বাকি জগৎ থাকে কালো
চলছে এক সুরে!