সম্পাদিকা উবাচ

খোলা হাওয়ায় জাহাজের মুখ অনুকূলে ভাসতে থাকে । তবু চোরাগোপ্তা মাইন লকলকে জিহ্বা নিয়ে ধ্বংসের স্বপ্ন দেখে । মানুষের কর্কশ অভিসন্ধি জাল পাতে নিরবিচ্ছিন্নভাবে । যে হৃদয় আলোকে অনুভব করেনি , সৃষ্টির আলো কুড়িয়ে নিয়ে – ঐশ্বরিক কোলাজে আবদ্ধ হয়নি ,তার চরিত্রের আঁধার কলুষিত করে সম্পর্কের সমীকরণ ৷ বিশ্বাসের কন্ঠ চেপে ধরে , চুইয়ে পরা রক্ত রাতকে শ্মশানচারী করে ৷
স্বভাবের গোপন রেখাগুলো কুৎসিত অন্ধকারে অগোচরে থেকে যায় ৷ অতিরেক আত্মবিশ্বাসে টগবগ করে ফোটে ৷ বাঁশের বনে ফেরারি বাতাস পরিহাস করে শিশ দেয় ৷ উড়ন্ত পিপীলিকার সারি নিয়তির হাতের পুতুল ৷ তোমার কবর খোঁড়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে ৷ অন্তরালে রাখা সমস্ত অস্ত্রগুলো শানিয়ে নিয়ে , একে একে উৎক্ষিপ্ত হবে বৃত্তের হৃতপিন্ডে ৷
মিথ্যেরা নগ্ন হেয়েছে বারবার , বাঘ এখন রাখালের সামনে চরম মাংসাশী ৷ তোমার জমানো পাপেরা উত্তরের জানালা দিয়ে পালিয়ে যেতে চায় ৷ ও জানালায় একটা আয়না রেখে দেব , নিজের প্রতিচ্ছবি দেখে আঁতকে উঠলে বুঝব , এখনও বিবেকটা ফসিল হয়ে যায় নি ৷ প্রজাপতি, ফুলের গল্প শুনেছ এতদিন , তাই বোধহয় অশনির আশঙ্কা করনি ৷ এবার সমস্ত সৃষ্টি গর্জে উঠবে ৷ বাঁচাও তোমার মিথ্যে খেলা ঘর ৷
মহাভারত , রামায়ণ ,শিব কেন হন নটরাজ , একান্ন পিঠ – ভুলে যাওয়ার তো কথা নয় !!! বেড়াল সন্ন্যাসী তবে আজ দেখে নেওয়া যাক সামান্য পিঁপড়ে পাহার খুঁড়ে ,মাটি কেমন আলগা করতে পারে …..
সুস্থ থাকুন ভালো থাকুন লিখতে থাকুন পড়তে থাকুন৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।