কিছু জনে ভাবে মনে আমি ধনে কবি
নাহি শেখা কথা লেখা সব দেখা ছবি।
লিখে যায় শুধু চায় মান পায় হাতে
কেহ পড়ে ভুল ধরে লাজে মরে তাতে।
চুরি করে ধরা পরে তবু গড়ে যারা
মনে জ্বলে লিখে চলে মিথ্যা বলে তারা।
শোনো আজ ছেড়ে লাজ করো কাজ শেখা
জ্ঞানী কয় আগে রয় ভালো হয় লেখা।
বেশি পড়ো লেখা ধরো তবে গড়ো কিছু
ভুলে সরো হতে বড়ো কেনো করো পিছু?
যদি চাও লিখে যাও মন দাও সতে
উঁচু মুখ ভরো বুক পাও সুখ পথে।
আগে জেনে সব মেনে তবে পেনে ধরে
দেখো ভবে লেখে সবে চুরি কবে করে?
হবে ভালো মুছে কালো পাও আলো মনে
চুরি তবু নাহি কভু থাকে প্রভু সনে।
আগে চাই শিখে ভাই লেখো তাই পেনে
ছেড়ে মন্দ ভুলে দ্বন্দ্ব রচো ছন্দ জেনে।
খুশি মেলে মান পেলে লিখে গেলে পরে
পড়ো রোজ রাখো খোঁজ নহে বোজ ধরে।
২| সমাজ গড়ি
মানুষ করছে মানুষকে…….আজকাল খুন
কারণ আকারণে ওরাই….স্বার্থ খুঁজে চলে।
বাইরে দেখিয়ে কিছু ছবি…মুখে ভাল বলে
আইন থেকে বাঁচতে ওরা…গেয়ে যায় গুণ।
দেখলে মনে হবে ওদের…….শুদ্ধ সাদা চুন
এত সৎ এত ভাল জন……চলে শুধু ছলে।
সামনে মুখে যাই বলুক……মন থাকে ফলে
অাসলে ওরা হলো মানব…..সমাজের ঘুণ।
এদের চিনে বাইরে আনো..ভয় রাখো দূরে
সমাজের ভাল হবে এতে..বাধা দাও গিয়ে।
দাঁড়াও সাহস করে আজ….যাক ওরা ঘুরে
ফিরে যাবে ভয় পেয়ে…..কালো মুখ নিয়ে।
চলো সবাই মিলে আমরা…..গান গাই সুরে
সমাজটা গড়ি মানবতা…প্রেম প্রীতি দিয়ে।
৩| সবার মিত্র চাষী
শরৎ শেষে হেমন্ত ওই………..আসে ফিরে
ঠান্ডা বাড়ে আমার দেশে………ধীরে ধীরে।
গগন ভরা মেঘের ভেলা………যাচ্ছে উড়ে
গাইছে মাঝি ভাটিয়ালী………গানটা সুরে।
জমির ধানে পাক ধরেছে…..হাওয়ায় নড়ে
কাটার জন্য কাস্তেগুলো…….ধার’টা করে।
বস্তা ভরে বেচবে বলে………….হাটে যাবে
চাষীর মনে ভীষণ খুশি………..অর্থ পাবে।
সবার জন্য জামা কাপড় ……কিনে নেবে
নতুন চালের পায়েস করে…..পূজো দেবে।
সবাই মিলে খাবে সেটা……..পূজোর পরে
প্রসাদ দেবে বন্ধু সজন……..আসলে ঘরে।
এবার দুখটা সরে গিয়ে ….সুখটা আসবে
চাষের কর্মে নতুন করে …আশায় ভাসবে।
অনেক কষ্টে কৃষকরা সব…ফসল বানায়
সবার মিত্র নামটা সত্যি……ওদের মানায়।
৪| এসো শপথ করি
ভালোবেসে কাছে ডাকো
ভরে যাবে আশাগুলো ফেলে দিয়ে ভয়,
তুমি যদি সাথে থাকো
পাশে নিয়ে আগে চলে করে নেবো জয়।
বাধা যতো পথে আসে
দুয়ে মিলে সমাধান পেয়ে যাবো খুঁজে,
শুধু চাই থেকো পাশে
ভালো করে মন দিয়ে মোরে নিও বুঝে।
কেটে যাবে সুখে দুখে
প্রেম ভরা ক্ষণ দিয়ে মনে বল পেলে,
খুশি রেখো সদা মুখে
হেরে যাবো মাঝে তুমি ছেড়ে চলে গেলে।
কেহ যদি কিছু বলে
কান দিয়ে শুধু শুনো রেখো নাতো মনে,
ফেলে দিও সব জলে
অারো বেশি প্রেম ভরে চলো মোর সনে।
এসো আজ কথা দিই
দু’জনাতে রবো সাথে ভালোবেসে রোজ,
হৃদে মোরা লিখে নিই
কোনো ক্ষণে ভুল বুঝে হবো নাতো বোজ।