সাতেপাঁচে আজ রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

কবি সুবোধ সরকারকে শ্রদ্ধা জানিয়ে
জন্মদিন ( সিরিজ )
১) বিগত জন্মের পারিপাটি মায়াজালে আলো আঁধারের খেলা
ভেসে ওঠে রূপালী মাছের ঝাঁক
ডুব সাঁতারে পার হয় লবণাক্ত হৃদ
হিসেবের খাতা জুড়ে ছক কাটা ঘর
জাবেদা খতিয়ান নেড়েচেড়ে আগুনে শেঁকে নিই হাত
সঞ্চয়ের ঘরে বেড়ে ওঠে আদফালি চাঁদ
তোমার জন্মদিন বলে বাতাসের ঘরে আতরের সহবাস৷
২) বিছানায় পুষে রাখা সম্পর্কের নিছক কোলাহল
কেতাবি গল্পের রকমারি হাঁটে রূপকথা শ্বাস নেয়
তোমাকে মিথ ভেবে রেখে দিই বইয়ের ভাঁজে ভাঁজে
জন্মদিন পেরোতে পেরোতে তুমি কখন আলো হয়ে জ্বলে ওঠো
আমরা রাস্তার দুধারে তোমার নামে জলসত্র বানাই
পিপাসায় আকন্ঠ পান করি সেই জল
তারপর ফিরে যাই ফেলে আসা ঠিকানার খোঁজে৷
৩) স্মৃতিরা হেঁটে যায় জ্যোৎস্না মাড়িয়ে
তোমার ঠিকানায় ডালপালা ছড়ায় শব্দকল্পদ্রুম
আসন্নপ্রসবা সময়ের জঠরে বেড়ে ওঠে বিধুমুখী রাত
তোমার ছায়ায় তখন কবিতারা প্রাপ্ত বয়স্ক হচ্ছে
আগুন পাখি হয়ে আরও কত আলোকবর্ষ পেরোবে
মেঘেদের ডানায় ভর করে উড়ে যায় কবিতার ঘরবাড়ি উঠোন রাস্তা মাঠ
তোমার জন্মদিন বলে আকাশের যত তারা মাটিতে নেমছে আজ৷