|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় রতন বসাক

ভেবে বলো
পছন্দ কেউ করে না তো
রঙটা কালো বলে,
কষ্টে আমার এসব দেখে
মনটা ওঠে জ্বলে।
ছোট থেকেই অবহেলায়
বড় হলাম আমি,
গুণটা থাকার পরেও যে
হইনি কভু দামি!
সবাই দেখে বলে মোরে
রঙটা বড্ড কালো,
গুণের কথা শুনে তাঁরা
বলে না যে ভালো।
কালির আঁচড় পাতা ভরে
লিখি দুঃখের কথা,
কেউ বোঝে না কত আছে
আমার মনের ব্যথা।
মানুষ এখন দেখি সবাই
রঙটা দেখে আগে,
একটু ভেবে বলতে পারো
কোনো কর্মে লাগে?