কবিতায় পদ্মা-যমুনা তে রফিক বকুল

ফাগুনের মায়া
কতো কথা গেছে পালিয়ে
কতোটা জমা আছে এখনো
টুকরো টুকরো মেঘের মতো
কতো পথ, দু – ধারে ভাগ হয়ে গেছে
কংক্রিটের দেয়াল তুলে
উঁকিঝুঁকি দেয়া কতো সোনালী রোদ্দুর
ঝিলের ধারের পানকৌড়ির মতো
ডুব সাঁতার কেটে গেছে
কতো আশার দোলাচলে
মাছরাঙ্গা দুপুরের অলস ঢেউয়ের মতো
উড়ে গেছে কতো সন্ধ্যা
মিশে যাওয়া কিছুক্ষণ; কতো বহু দূর
কেউনা জেনেও কেউ
ফাগুনের মায়া, রক্তকরবী
শিমুল পলাশ কৃষ্ণচূড়ার রঙে
ফুলে ফুলে বসন্তের এই রঙিন দিনে
বুকের জমিনে এক টুকরো
ভালোবাসার উচ্ছাস ।