।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রুদ্র অয়ন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
দুর্গা মা
ঋতু খেলায় সময় ভেলায়
এলো শরৎ ওই,
মায়ের আগমনের পথে
আমরা চেয়ে রই।
আকাশ বাতাসে ভেসে আসে
আগমনীর সুর,
সকাল বেলা মেঘের কোলে
হাসছে রোদ্দুর।
শিউলি বকুলের গন্ধে
মাতোয়ারা বাতাস,
ঢাকে এবার পড়বে কাঠি
মন রঙে উদাস।
আলোকিত চন্দ্র সূর্য
ঝিকিমিকি জ্বলে,
মা আগমনে ভক্ত মন
সদাই যেনো দোলে।
ঢাক ঢোলের বাজনা বাজে
খুশিতে মন ভাসে,
পাপ বিনাশিনী দুর্গা মা
ধরণী মাঝে আসে।
পুজোর গন্ধে সুবাতাসে
ধরণী যেনো হাসে,
ভক্তের ডাকে সাড়া দিয়ে
দুর্গা মা যে আসে।
মায়ের আগমন
আশ্বিনের শিউলি ফোঁটা
পুজোর সকালগুলো,
ফুলে ফুলে করবো বরণ
নেবো যে পায়ের ধূলো।
গাঁথবো শিউলি ফুলের
অনেক অনেক মালা,
দূর্গা মায়ের সামনে যে
দেবো সে মালার থালা।
একশো আট পদ্ম এনে
দেবো মা’র পা সাজিয়ে,
ঠাকুর মশাই করবেন
পুজো, ঘন্টা বাজিয়ে।
ঘুচুক অজানা ভয় আর
অশুভ সব শক্তি,
শ্রদ্ধা ভরে পুজোয় পুজোয়
করবো মাকে ভক্তি।