তোমাকে হারানোর কষ্ট
ব্যথা- বেদনা ভুলতে
প্রতি সকালে আমি
একঢোকে গিলে খাই
যন্ত্রণার সবটুকু জল,
চিরতার জলের মতো।
চিরতার জল পানে
কাটা ছেঁড়া ক্ষত
দ্রুত শুকোয়।
তোমার বিরহে
আমার বুকে কষ্টের
কাঁসর বাজে দিবারাত্রি!
হৃদয়ের কানাগলিতে চলে
বেদনার মিছিলে তপ্ত শ্লোগান!
আমার হৃদয়ে জুড়ে
তুমি আজও দিব্যি আছো;
খরস্রোতা নদীর মতো।
স্মৃতি বিজড়িত স্রোতস্বিনীর মতো
প্রতি রাতে নির্ঘুম যন্ত্রণা হয়ে
বয়ে যাও হৃদয়ে।
আর সকাল হতেই
চিরতা ভেজা জলের মতো
প্রতি ভোরে আমি
কষ্ট গিলে খাই।