এই যে আমিটাকে তুমি চেনো
যে কখনো প্রেমিক হল না
যে কোনদিন বুঝতে পারলো না
প্রেমিক হতে গেলে সাহসী হতে হয়
নব্বই শতকের হিন্দি রোমান্টিক গানে
মনে মনে প্রেম জাল না বুনে
প্রেমের কথা বলতে জানতে হয়
প্রেমিক হতে গেলে সুদর্শন হতে হয়
ধবধবে ফর্সা আর আর কমসে কম ছ ফুট হতে হয়
প্রেমের কবিতা লেখাটাই বড়ো বিষয় না
আমৃত্যু তোমার প্রেমে মজে থাকাটাই আসল না
তোমার সামনে দাঁড়ালেই তোতলামিই কাম্য না
তোমার সুগন্ধি বুকে মাথা রাখাতে চাওয়াই সব না
প্রেমিক হতে গেলে
রেগে ফুল ছিঁড়তে জানতে হয়
প্রেমিক হতে গেলে
আজীবন তোমাকেই চেয়ে ফুরিয়ে যাওয়া জানতে হয়