|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় পার্থ সারথি গোস্বামী

চলে যাওয়া ঢের ভালো
না থাকার মতো হয়েই ছিলাম এ কটা দিন
যেমন ভাবে থাকলে শুধু পুরানো সুখ ভর করে
সাক্ষীর খাতায় এসে নাম লেখায় কবিতা, অন্তর্বাস
দিন দিন ছায়ার মতোই দীর্ঘ হয় আকাঙ্খা ।
আমার চলে যাওয়ার কথা কোন রেডিওতে বাজবে না
কোন ঘড়ির টিক টিক বাড়াবে না ফেরার প্রত্যাশা
ঘরের কোন একটি কোনাও খালি হবেনা
কোথাও কোন মনে পুরানো দিন হয়েও পড়বো না মনে
জানি এভাবে আটকে থাকতে নেই
শুধু ভালো আর ভালো হয়ে, একঘেঁয়ে দায় হয়ে
কারো মনখারাপের কারন না হয়ে
তার নতুনের ভোরে, এর চেয়ে চলে যাওয়া ঢের ভালো