কবিতায় বলরুমে পার্থ সারথি চক্রবর্তী

অনুভূতির অবকাশে (২)
অরণ্যের দিনরাত্রি অতিক্রম করে এক অফুরন্ত জীবনে ফিরে আসা। কানাগলির কোণ ঘেঁষে এক আশ্চর্য প্রদীপ খোঁজা। মোহের মায়াজাল ছিন্ন ক’রে নির্মম সত্যের অবিরাম তালাশ। দাবানলের মতো ছড়িয়ে পড়ে অনুশোচনার আগুন। দগ্ধ হয়ে যায় আশৈশব লালিত স্বপ্নঘেরা বাগান। ছাইচাপা আগুন থেকে ফুটে উঠতে থাকে কয়লার মতো পিণ্ড। তা থেকে সুবাস ভেসে আসে পুনরুজ্জীবনের। চারিদিক মেতে ওঠে জীবনের পরপারের সন্ধানে। হাতে হাত রেখে সবাই এগিয়ে চলে নতুন শুরুর দিকে। ফলের পুনরাবৃত্তির প্রতি উদাসীন থেকেই।