কবিতায় বলরুমে পার্থ সারথি চক্রবর্তী

অনুভূতির অবকাশে
নিঃশ্বাসের প্রতিটি অবসরে মিশে আছে এক ব্যক্তিগত ঝড়ের আভাস। শ্বাস তো খড়কুটো, উড়ে যেতে পারে এক নিমেষে। ধাপের পর ধাপ সাজিয়ে বানানো সিঁড়িতে শায়িত একেকটি শ্বাসবিন্দু। কখনো ঘোরে, কখনো অঘোরে মাড়িয়ে যেতে যেতে যাপিত হয় এক উদ্বায়ী জীবন। পাশবালিশের মতো আঁকড়ে ধরে থাকি মোহ, মায়া আর ম্যাজিক। এভাবেই শুরু হওয়া ঘোড়দৌড় একসময় থেমে যায় আটপৌরে সিগন্যালে। আবার এক নতুন দিকনির্দেশ আসে আকাশপথে। খুলে যায় জট, খসে পড়ে খোলস। নবজন্ম রচিত হতে থাকে হালখাতার পাতায়, এক মনকাড়া গন্ধের অমোঘ টানে।