T3 নববর্ষ সংখ্যায় পার্থ সারথি চক্রবর্তী

আলো

চলার পথে যতগুলো গর্ত আছে-
সব অন্ধকারে ভরা, জানি।
ঝোপঝাড়, কাঁটাভরা জঙ্গল থেকেও
আসে কালো হাতছানি !

মাঝেমধ্যে জগৎটা ঢেকে যায়-
অনবরত কালো আকাশে;
তবু রাস্তা একা হয়ে গেলে
জ্বলে ওঠে অনেক জোনাকি !

আশার মশাল তৈরি রাখি-
জীবনের প্রদীপ জ্বালিয়ে রেখে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।