T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় পার্থ সারথি চক্রবর্তী
by
·
Published
· Updated
শীত, তোর্সা ও মায়া
(১) তোর্সার তীরে ভিড় করেছে শীত
হুমড়ি খেয়ে পড়ছে কুয়াশা আর
আড়মোড়া ভাঙা অলস সকাল।
আপনমনে নৌকা টানছে চান্দুয়া মাঝি,
জাল ফেলছে নদীয়ালি শস্যের খোঁজে
তার সাত বছরের ছেলে।
দূর থেকে ভেসে আসে ভাটিয়ালি গান
নিয়ে যেতে থাকে দূরে, আরো দূরে।
(২)
চর ভেঙে আসে নদীর মায়াঘেরা সুর
হাঁটুজলেও দেখি আস্ত সমুদ্রের ঢেউ
উথালপাতাল করে মনের কোণ,
মহিষের দল হেঁটে যায় বাদশাহী চালে।
পরিযায়ী পাখির দল ঘুরে বেড়ায়
তোর্সার প্রায় স্থির জলে। মায়া!
বুধুয়া আতপ চালের গুড়ো ফেরি করে-
শহরের রাস্তায়, দু’পয়সা বাড়তির আশায়।