T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় পার্থ সারথি চক্রবর্তী
by
·
Published
· Updated
গতরাতে এসেছিলে
গতরাতে স্বপ্নে এসেছিলে তুমি
ছিলে বহুক্ষণ, বকলে আমায় ভীষণ
‘হে মূর্খের দল, তোরাই কি সেই মানুষ
যারা বিষিয়ে তুলছে প্রাণবায়ু-
বুনে দিচ্ছে মনে মনে বিভেদের বীজ-
চোর হয়ে সাধুসাজ!
তোরাই সংগ্রহ করেছিস দুর্গমের রহস্য,
তবে আজ কেন বিভীষিকার তান্ডব!
যুগ-যুগান্ত ধরে মানুষকে ভালোবেসে-
তোরাই তো গড়েছিস ভারততীর্থ
তোরাই তো মায়ের অভয়, সবার আশা।
জেগে উঠে দেখ, নতুন সূর্য আকাশে,
দুনিয়াকে জয় কর মানবতায়-
বেঁধে রাখ সবাইকে স্নেহের বন্ধনে।”
ঘুম ভেঙে দেখি ২৫ শে বৈশাখ।
তুমি আছ, আমাদের মননে, বিবেকে
আমাদের স্বপ্নে, আমাদের জাগরণে!