হৈচৈ কবিতায় পার্থ সারথি চক্রবর্তী
by
·
Published
· Updated
জীবনযাত্রা

আকাশ থেকে একবুক আলো নিয়ে
চোখ মেলে দেখা, দুরু দুরু বুকে।
বাতাসের স্নিগ্ধ আদরের ছোঁয়া নিয়ে
পথ চলা শুরু, এক জীবনের খোঁজে।
বারবার হোঁচটেও না থেমে এগিয়ে চলা
এক দুর্বার গতিতে, সামনের দিকে।
রুক্ষ্ম মাটিকেও নরম করে দেওয়া –
মুক্তোর মতো নিঃসৃত অশ্রুবিন্দুতে।
প্রকৃতির হাত ধরে ধীরে ধীরে বেড়ে ওঠা,
প্রকৃতির সাথে, প্রকৃতিরই কোলে!
জন্ম থেকে বড় হওয়া, বেড়ে ওঠার কঠিন পথ
এভাবেই আপন হয়ে ওঠে জীবনের যাত্রায়!