কবিতায় বলরুমে পার্থ সারথি চক্রবর্তী

বিজ্ঞাপন বিরতি
সন্ধ্যবেলার তুলসীতলার প্রদীপে এক গল্প লেখা আছে।
দিনশেষের কাছাকাছি এসে যাপনের এক খন্ডচিত্র আঁকার মরিয়া চেষ্টা।
দূরের এক সরু নদীতে তখন ঢেউ ক্রমশঃ স্তিমিত হয়ে আসছে।
সূর্যের আলো রুক্ষ্ম মাটিতে গড়াগড়ি খেতে খেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে।
অচেনা পাখির দল সান্ধ্য হাওয়ার মোলায়েম ছোঁয়া সাথে নিয়ে বাড়ি ফিরছে।
কোন এক দিকশূন্যপুরের গ্রামে এক নিষিদ্ধ পান্ডুলিপি রচিত হচ্ছে।
ছানি পড়া চোখের দৃষ্টিশক্তি শানিত হয়ে উঠছে এক আশ্চর্য অন্ধকারে।
এক বিজ্ঞাপন বিরতিতে প্রস্তুতি চলছে পরবর্তী রিহার্সালের।