ঐতিহ্য আর আধুনিকতা-
তেল আর জলের মতো! মিশ খায় না নাকি আদতে,কিন্তু নিজের জীবন দিয়ে প্রতি মুহূর্তে সেটাই করে দেখিয়েছিলেন এই পুরুষসিংহ…
জীবনচর্যায় নিজের বিশ্বাসকে বাঁচিয়ে রাখার মতো কঠিণ কাজটি তিনি অনায়াসে করেছেন!
উত্তাল দামোদর মায়ের নাম নিয়ে পার করে ফেলাটা যদি তর্কের খাতিরে ধরেও নি শুধুই মিথ!
কিন্তু কুসংস্কারে ফুলে ফেঁপে ওঠা দামোদর নদটা পার করার জন্য জলে ঝাঁপটা তিনি না দিলে আজ যেটুকু নিজেই গলা ফাটিয়ে নিজের অধিকারটুকু আদায় করে নিতে দুবার ভাবি না…সেটা বোধহয় পারতাম না…
তাঁর সময়ের তাবড় দিকপালও তখন সমালোচনা করেছেন তাঁর,কিন্তু তিনি অদম্য!!
তিনি দেখিয়েছেন লড়াই একাই লড়া যায়,শুধু একটা জেদই যথেষ্ট!
আমাদের বাঙালি জাতির প্রকৃত শিক্ষক…
আমাদের জাতির মেরুদন্ড!
The Traditional Moderniser…
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর!