।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় প্রাপ্তি সেনগুপ্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
প্রেমের মতো কবিতারা…
১|
আপোষ করি দিনের শেষে,
স্লোগানে আর দিনযাপনে;
এখন মনের কলতলাতে,
কোথায় যেন শ্যাওলা জমে!
২|
এখনো ঢেউ ছলকে ওঠে তবে,
হতেও পারে জাহাজ ডুবি কোথাও!
আমি শুধু নোঙর গেঁথে রেখে
সামলে রাখি নিজের ডিঙিটাকে…
৩|
চোখের ভিতর লুকিয়ে রেখো নদী,
বুকের ভিতর ছায়ায় ঘেরা গাছ।
হাতে রেখো জোনাক জ্বলা আলো,
সব জাহাজই কিনার খুঁজে পাক…
৪|
কিছু কিছু ক্ষত,
বুকে বিঁধে থাক;
আজ থেকে তাই,
কবিতারা ছুটি পাক!
৫|
সবাই শুধু দিনের শেষে খবরটুকু পাক,
যার যেখানে প্রিয়জন আছে…
সে ভালো থাক!!!
৬|
না হওয়া প্রেম ছুঁয়ে থাকুক দুকামরা,
একটা চাদর,খাট-বিছানা,এক কাপ চা,
এক কাপ চা,আধাআধি এক চুমুকে,
চুমুক আর চুমুর ভিতর ফারাক রাখা…
৭|
আমি খানিক দুঃখ পোষা মেয়ে,
আর কিছুটা আঘাত অভিলাষী,
তাই যখনি বিঁধবে আমায় কাঁটায়,
জানবে তবুও,তোমায় ভালোবাসি!!
৮|
তোমার অভিধানে একটাই শব্দ কর্তব্য,
আমার অভিধানে অপেক্ষা,
এই কর্তব্য আর অপেক্ষার টানাপোড়েনের গল্পে জিতে যায় শুধু কয়েকটা মুহূর্ত…
৯|
ধীরে ধীরে বেড়ে গেছে ঋণ…
কেউ ছোঁয় নি ঠোঁট,
জঠরে পুষেছি শুধু,
জমে থাকা বিরহ আগুন!
১০|
এক বাক্স রং-পেনসিল কিনে দেবো।
আমায় একটা দুপুর এঁকে দিস।
যেমন করে মধ্য-রাত্তিরে
আড়মোড়া ভাঙা সূর্যকে আঁকতিস…
১১|
যার শরীরে একটাও বুলেটের ক্ষত নেই,
তার গর্ভে কবিতারা জন্মায় না!!!
কবিতার শুধু জন্মান্তর হয়…
১২|
আমার ভিতর আজকে হঠাৎ পীরপঞ্জাল চুপ,
ফিরবো বলে যে জন গেল,
তার শুধু ঘরে ফেরার দায়,
আমার ভিতর আজ
কেবল ঝিলাম বয়ে যায়!!!