T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় প্রীতম সাহা

শীতলপাটি
১.
শান্ত সময় দুধসাদা ঘাট,
বৈচির ঝোপে ভরা অনন্ত মাঠ।
নিভু আলোর খুঁটি সারি সারি–
ওদিকে গেলে পড়ে আলোর বাড়ি–
সামনের মোড়ে শান্তির হাটবাট।
২.
মাটির ঘর আর নিকোনো উঠোন,
একই ছন্দে দেখি তখন এখন।
বেলা ঝরে যায় বাউলগানে–
পিরের বাড়ির পথ কে চেনে–
হাতের মুঠোয় স্বপ্ন রাখি দু’পায়ে জীবন।
৩.
অসহায় ঝাউবন নির্জন নিঠুর,
তোমার চোখে কারো বেদনা নূপুর।
আলপথে খসে পড়ে কবেকার অভিমান?
তোমার মুখ দেখে কি বেজে ওঠে কারো প্রাণ?
যাঁর বুক জুড়ে শুধু চৈত্রের দুপুর!
৪.
বরং ধুলো মেখে বেঁচে থাকা খাঁটি।
মাটির কোলে মুখ রাখবো,ঝিলের কোলে ঘাঁটি;
বৃদ্ধ রাখালের গান শুনবো–
ঢেঁকির পাড়ে ধান ভানবো–
তারার ছাওয়ায় বিছিয়ে নেবো আমার শীতলপাটি।।