সম্পাদকীয়

প্রত্যেকটা নতুন জন্মের পেছনে কিছুটা রহস্য থাকে। বৃষ্টির শরীরে যেভাবে লেগে থাকে অনন্ত আবেদন। সেই রহস্যটুকুই তো বেঁচে থাকার তাগিদ। এ আগুন সময়ে দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখতে চাই, একটু অন্যভাবে খুঁজে নিতে চাই নিজেকে। ‘সাহিত্য ক্যাফে’ আসলে বাঙালির সেই নস্টালজিয়া, চিরাচরিত অক্ষর সংলাপ। টেকস্যাভি বাঙালির হৃদয়ে আড্ডার সেই বহু পরিচিত আমেজ পৌঁছে দিতেই আমাদের এই স্বপ্ন-নির্মাণ। আশাকরি মননশীল পাঠক আমাদের সঙ্গে থাকবেন আর আমরাও আপনাদের ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠবো।