দিনের জঠরে পুষবো একটা রাত,
আর রাতের গর্ভে একটা দিনের ভ্রূণ!!
এভাবেই লিখে ফেলবো একটা গোটা ইতিহাস,
এক একটা জন্মান্তর জুড়ে পুষে রাখবো কিছু খুচরো অভিমান…
তবুও কিছু আলোকবর্ষ পেরিয়ে মুখোমুখি দাঁড়াবো কোনোদিন!
সেদিন তুমি ছুঁয়ে দিও আমার চোখ,
যে চোখ এতোকাল একটা নদী জমিয়ে,
বাঁধ দিয়ে আটকেছে বন্যার জল।
সেদিন তবে ভেসে যাবে আরো একটা ভেলার ডিঙি,
আমরা আরোও একবার মৃত্যু পেরিয়ে যাবো…