ছন্দ খুঁজে পাই না, কেন বন্ধ আছে সব?
চড়াই পাখির ডাক জড়ানো আমার শৈশব
ঘুম জড়ানো চোখ, আর আকাশবাণীর সুর
ভোরের আলোয় ভেজা মায়ের ডাক সুমধুর
হ্যারিকেন এর আলো যখন আধার কালো রূপ
মেঘের ছবি খোঁজা যখন আকাশ ভীষণ চুপ
হাতের ছোঁয়ায় বৃষ্টি আর শীল কুড়ানো দিন
লোডশেডিং এর জালে হাতের পাখা বিরামহীন
ঝালমুড়ি আর ফুচকা সাথে কিশোর বেলার ভাব
গ্রামোফোন টা আজও, কিছু পুরোনো আসবাব
ভাবনা গুলো জড়ো যেদিন বিষাদ অকারণ
বিকেল ঘুড়ি ফেলে পায়ে পায়ে যৌবন
চিলেকোঠার ঘরে কিছু সময় নিজের থাক
প্রথম প্রেমের চিঠি, ছিল কলমে চেলপার্ক
নচিকেতার আবেশ, প্রথম প্রেম নীলাঞ্জনা
সিগারেটের পয়সা , বেশি প্রয়োজন ছিল না
মায়ের হাতে বেতন যেদিন বাবার চোখে জল
ভিজতে থাকা রাতে সেদিন আমি অবিচল
আলতা ধোঁয়া পা ছেড়ে সেই আমার নিজস্বতা
আদর ছেড়ে জমায় পাড়ি , আমার নির্জনতা
আজ বিকেল খুঁজে ফিরি , আর আমার অনুভব
ফিরে পেতাম যদি ফ্রেমের বন্দী শৈশব