সম্পাাকীয় নাকি!!!

গোধূলি

মাঝে মাঝে ক্লান্ত হয়ে দুদন্ড জিরিয়ে নিলেই তুমি হেরে যাবে না…
কখনও এসে বোসো নদীর পাড়ের ভাঙা,পলেস্তারা খসা সিঁড়ির ধাপটায়,দেখো কী ভাবে টুপ করে ঝরে পড়ে একটা-দুটো রাধাচূড়া নদীর জলে!
গোধূলির আলো সেদিন ধুইয়ে দেবে তোমার সব মন খারাপ।
সেই একটা দিন মনে মনে ভীষণভাবে চেয়ো আমায়!!!
আমি তখন ট্রেনের জানলার ধারে বসে ছেড়ে যাচ্ছি এক-একটা স্টেশন…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।