সম্পাদকীয় নাকি!!!
কোজাগরী
আছো???
-বলো
আছো কেমন??
-ঠিকঠাক। ক্লান্ত একটু।
পুজো মিটলো??
-হ্যাঁ… খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, লুচি, সুজি…এতোকিছু নিজের হাতে!!!
দারুণ তো…
-হুমম। খেতেও
সবার খাওয়া শেষ?
– হ্যাঁ কমপ্লিট।
এবার ঘুমোও।
– আজ কোজাগরী তো। জেগে প্রদীপে তেল দিতে হবে মাঝে মাঝে। আজ আলো জ্বলা জরুরি। তুমি খেলে??
ম্যাগি।
– শুধু ম্যাগি?
এতো উপরে এতো ঠান্ডায় ম্যাগিই সেদ্ধ হচ্ছে শুধু!!!
-ফিরবে কবে?
ঘুমিয়ে পড়ো। রোজ জাগলেই ফিরবো না আমি।
হাত পুড়িয়ে রেঁধে, আলো জ্বালিয়ে অপেক্ষায় জেগে থাকে যে নারী,
রাত জাগা তারা জানে, তারাই কোজাগরী।
** কথোপকথন কাল্পনিকই হয়…