হৃদয় ভাঙ্গার শব্দ শুনে হাসছো বুঝি খুব?
আমার আমি নাই বা থাকি,ঝিঁঝিরা সব চুপ…
আমি জানি তোমার এই অসহ্য যন্ত্রণা একদিন কমে যাবে, তোমার এই সুতীব্র দীর্ঘশ্বাস কমে আসবে। তোমার শ্বাস প্রশ্বাস হবে ধীর আর স্বাভাবিক।
আমার প্রিয়তম মানুষ… তুমি তখন অনুতাপের দহনজ্বালার পাশে শুয়ে থাকবে, দু চোখ দিয়ে না বুঝেই সব হারিয়ে ফেলার কষ্টে ফোঁটা ফোঁটা ফিরিয়ে দেওয়া প্রেম ঝরে পড়বে ।
শুধু জেনো,নিজের “সুখ”-এ থাকার কষ্ট ছাপিয়ে তখনো তোমার কষ্টই আমার কাছে বড়ো হবে।
আর আমি তোমার মন শান্ত হওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে যাবো,কারণ আমি জানি অশান্ত মন নিয়ে বেঁচে থাকা কতটা ভয়াবহ, কতটা যন্ত্রণার।
তোমার কান্নাসিক্ত চোখ আর অসহায় আত্মসমর্পণ দেখে আমার ভিতরের আমিটা খুশি হবে হয়তো…
সে হয়তো তার নরম হাত দিয়ে তোমার চোখের ঝরে পড়া আশীর্বাদটুকু মুছে দিয়ে, তোমার কপালে চুমু এঁকে দিয়ে বলবে ” তুমি কী জানো আমাদের স্বর্গে, যেখানে এতো মানুষ, এতো স্বার্থ, এত ভীড় নেই, সেখানে আমরা কোনদিন কাঁদবো না”।
আমার সহজ স্বীকারোক্তি তোমাকে আবারো কাঁদাবে,কাঁদতে কাঁদতেই হয়তো বলবে,
আমার এই ব্যাথাতে একটু হাত রাখো… অথবা,
বুঝি আমার ব্যাথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো!!!
যে ব্যাথার শেষ বুঝি অন্তত শূন্যে…
আমাদের ভিতর ভীড়টা বড্ডো বেড়ে গেছে, আমরা নীরবতাকে পড়ার ভাষা হারিয়েছি!!!
আমরা চিতায় পুড়িয়েছি প্রেমের লাশ, আর দফন করেছি অনন্ত স্মৃতি,