T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় প্রনবরুদ্র কুন্ডু

এভাবেই এখানে
উন্মুক্ত নাভির পাশে ঝা চকচকে আগুন!
সংসার-
তোমার এতগুলো আউটলেট,
এতো এতো
শপিংমল
সব-ই কি ভালোবাসায় মোড়া?
সমুদ্রের মিশে থাকা লবণের জলে
নদী এসে মেলে
অভিনব মিলন
সাগর গাঙের জলে
ভালোবাসা
যে সম্পর্কে জেগে থাকে না
ঘৃণা তাকেই,
বয়ে নিয়ে চলে
বড়ো মায়াহীন ভেঙে পড়ে
বুকের দালান
আঙিনা
বাড়ি
তারপর
ইতিহাস থেকে ফেরার সময়
নিজেকে
একা
একা
লাগে