T3 || প্রভাত ফেরি || বিশেষ সংখ্যায় পার্বতী রায়

সেরা আশ্রয়
আজ আর কোনো প্রশ্রয় নেই কবিতা লেখার
আজ আর কোনো আবদার নেই বানান শেখাবার
আপনার কবিতার কাছে নত হই
কীভাবে একটা বিষয় থেকে আর একটি বিষয়ে পৌঁছে যেতেন অবলীলায়
যেন এক রূপকথা
যেন এক মায়াজাল
বিছিয়ে দিতেন চারিদিকে
কেমন করে লিখতেন সেইসব
পাখিদের গাছেদের পরীদের সাক্ষাৎকার !
ভাবি আর ভাবি
আর এক ইন্দ্রজালে জড়িয়ে থাকি সারাক্ষণ
আজও কি পটলডাঙার ছাদে
ফুলেদের সাথে
পাতাদের সাথে আপনি কথা বলছেন
আদর মাখাচ্ছেন ওদের
ধীরে ধীরে কবিতার জলে ভিজিয়ে দিচ্ছেন ওদের !
কী অসম্ভব দৃঢ়তা আপনার চোখে মুখে
কী অসম্ভব মনোবল আপনার কথায়
কী অসম্ভব ভালোবাসার ছোঁয়া আপনার হাতে
অবাক হতাম বারবার
কীভাবে একটা মানুষের ভেতর
একসাথে বেড়ে উঠছে এত এত তরুণ কবি আর তাদের কবিতা ,
ফুল সব্জির বাগান
ভাবি কীভাবে আমাদের ভালোবাসার আশ্রয় হয়ে উঠেছিলেন আপনি আর আমাদের কবিতাদের সেরা ঠিকানা।