কবিতায় পার্থ প্রতিম চ্যাটার্জী

প্রেমের বর্ষা
অম্বরে আজ মেঘের রাজ বৃষ্টি এলো,
রোদের ছুটি আগল টুটি দুবাহু মেলো।
গাছের আগায় সবুজ পাতায় খুশির হাট!
জল থইথই চেয়ে দেখি ওই রাস্তা ঘাট।
দোলায় অঙ্গ কতনা রঙ্গ বর্ষা রাণী;
কাজলা মেয়ে উঠেছে গেয়ে গানের বাণী।
গানের সুরে হৃদয় জুড়ে রুপোলি হাসি
চমকি বিজুরী ডাকছে দাদুরি হরষে ভাসি।
প্রেমের নীড় সুখ নিবিড় মিলন আশ!
চামেলী বেলি পাপড়ি মেলি ঢালে সুবাস।
সুতীব্র দহন করলো সহন পাদপ কুল,
বারি সিঞ্চনে অটবি কাননে হলো ব্যকুল।
কৃষ্ণমেঘ হায় দশদিকে ধায় রাধিকার কেশ!
সুশীতল ধরা অভিমানে ভরা কৃষ্ণ বক্ষদেশ।
টাপুর টুপুর বাজায় নূপুর কাজলা মেঘ,
উথাল পাথাল মত্ত মাতাল পবন বেগ।
চিত্ত ব্যাকুল হৃদয় আকুল পিয়ার লাগি!
অভিসার আশ মিলন পিয়াস উঠেছে জাগি।
চকিত প্রভায় অমল আভায় নিকশিত হেম;
ছাড়ি সব লাজ একাকার আজ বর্ষা -প্রেম।