|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় পল্লববরন পাল

পুনরারম্ভ হোক
সিঁথির মোড়ের সিঁদুরে সিগন্যালে
গড়িয়ে দিলাম কালের শব্দচাকা
গোড়ালিবন্দরে গিয়ে সে বললো –
ব্যাস্, পেট্রোল শেষ, আর যাবে না
টার্মিনাস – নামুন নামুন
আমি হুড়মুড় – সিঁড়িতে হোঁচট খেতে খেতে
ওর কাঁধ ধরে সামলে নিয়ে বললাম –
বেশ তো লিখছিলে উপন্যাসটা
কিন্তু মৃত্যুতেই কেন সমাপ্তি?
টার্মিনাস তো পেট্রোলের
শব্দচাকা কি আটকে গেলো বাইশে শ্রাবণে?
দানবের মূঢ় অপব্যয় ছাপিয়ে
এসো লিখি শাশ্বত অধ্যায়
বাইশে শ্রাবণে সমাপ্তি নয়
তার বুকের ভিতরের আগুনে
বৃষ্টির বিজয়োৎসবের পুনরারম্ভ হোক।