ক্যাফে স্পেশাল পল্লববরন পাল

জলজ সহবাস
দিন আর রাত্রির মাঝখানে
পাশবালিশের মতো মস্ত বড়ো যে বাগান
তার ঠিক মধ্যিখানে উপুড় অঢেল উপন্যাসোপম
সরোবরের মাঝামাঝি নির্মিত পাঁচিলের দু’ধারে
এখন দুটি পৃথক জলাশয়
একটায় থৈথৈ জল
অন্যটায় পানি
জল আর পানির মাঝখানে এখন
সশস্ত্র রামায়ণ আর কোরাণের লকলকে পাহারা
এক ঝাঁক রাজহাঁসের ঝাপট-ডানা
সেই দেয়াল অবলীলায় টপকে
জল আর পানি উভয়কে
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে
পাঁচিলের দুদিকেই একইরকম
অনর্গল ঢেউখেলায় মেতে আছে
দুই হাইড্রোজেনের সাথে এক অক্সিজেনের জলজ সহবাস
মাঝখানে যার কোনো পাশবালিশ নেই