কবিতায় প্রণব নস্কর

প্রিয়তমা
চোখের সামনে ঘুরে বেড়ায় রকমারি শব্দের দল।
কলমের সম্মোহনে, হাতে হাত রেখে
পাশাপাশি বসে ওরা…
হৃদয়ের রঙ মেখে
কবিতার জন্ম দেয় জোটবদ্ধ শব্দেরা।
চির আকাঙ্খিত সেই ক্ষণে,
চোখের সামনে ভেসে ওঠে
তোমার মুখাবয়ব।
আসলে তুমি তো কবিতাই ;
কবিতার থেকে আলাদা করে, আমি যে
তোমাকে দেখতে শিখিনি কখনোই।
শুধু একবার চোখে চোখ রেখে দেখো–
আমার দু’চোখ জুড়ে
তোমার আর কবিতার প্রতি একই ভালোবাসা।।