“এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো” বিশেষ সংখ্যায় প্রশান্ত মাইতি

প্রেম জন্মকথা
প্রতিদিন জন্মদিন ভেবে ছুটে যাই
শুভেচ্ছা জানাতে বাড়ি,তবুও —
অপূর্ন থেকে যায় আশা নাপেয়ে
তুমি চলে যাও স্কুল,টিউশন,কখনওবা
বন্ধুর বাড়ি আড্ডায় মজে যেতে
আমি সময়কে পেছনে ফেলে প্রত্যহ
তোমার নেশার ঘোরে মাতাল আবেশে
ছুটে যাই নদীর বুক চিরে
একবারও চাইলেনা জানতে প্রেমজন্মকথা ।