কবিতায় পূর্বা মাইতি

ধূসর পাণ্ডুলিপি
গরম সহ্য করতে করতে
বৃষ্টি নিজেকে ভিজিয়ে নিল আজ…
ভিজতে ভিজতে বৃষ্টি ভেসে যাচ্ছে —
ভিজে যাচ্ছে আমার শৈশব।
ভেসে যাচ্ছে আমার মেয়েবেলা।
ভিজে যাচ্ছে বেল গাছের নিচে
মায়ের মেলা শাড়ি
মুছে যাচ্ছে মায়ের আঁচল….
ভিজে সপসপে বাবার ডায়েরির পাতা–
উঠোনে ভাসছে কাগজের নৌকো
হোমওয়ার্কের পাতা ছিঁড়ে অপটু হাতে বানানো।
একটু ভাসতে না ভাসতেই
ধীরে ধীরে নৌকো ডুবে যায়…
ভেসে ওঠে স্মৃতির ধূসর পাণ্ডুলিপি….