কবিতায় পূর্বা মাইতি

বর্ষণলিপি

সে বর্ষণলিপি রেখে গেছে …
তার কথা ভাবতে ভাবতে
জানলায় হাত রাখলাম ।
কুচি কুচি বৃষ্টির দানা আমার আঙুল ছুঁলো…
ছুঁয়ে গেলো আমার অন্দর…আমার অন্তর…
মনে পড়লো,যখন কাশ্মীর গিয়েছিলাম
গুল্মার্গে বরফকুচি আমার সারা গা ছুঁয়ে ছুঁয়ে
যাচ্ছিলো…পারদ নামছিলো…
আমি কুঁকড়ে খাদে নেমে যাচ্ছিলাম …
সেই মুহূর্তে কেউ ছিলো না,
আমাকে উষ্ণতা দিয়ে পারদ বাড়ায়…
আমি পারদকে সমঝে চলি…
ওঠা-নামা করলে সামাল দেবার হাত কোথায় …
এখন সীমান্তে পারদ চড়ছে…
শান্ত স্নিগ্ধ আমার দেশ আমার সীমান্ত !
আমি বিশ্বাসের পারদ পাঠালাম,আমার সীমান্তকে…
ভালোবাসার পারদে মুড়ে এ-কবিতা পাঠালাম আমার সীমান্ত বন্ধুদের —
বৃষ্টি কুচির সঙ্গে আমার চোখের গড়িয়ে যাওয়া
দানাও দিলাম …
আমার সীমান্ত ভাইদেরকে…
তোমরা কাঁদলে….আমার দেশ কাঁদে…
কাঁদে কফিনও…
চিতার আগুনও নিভে যায়
কাঁদতে কাঁদতে …

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।