প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে পাপিয়া মণ্ডল by · Published February 14, 2021 · Updated May 13, 2022 একান্ত আপন আমার মনে তীব্র দহন, তুমিও পোড়ো দাবানলে, তোমার মনে আছি আমি, তুমি আছো মোর হৃদ-কমলে। আমার মনে শ্রাবণ ঘনায়, চোখে নামে বারিধারা.. মন যমুনায় প্লাবণ তোমার, উচাটনে পাগল -পারা। আমার মনের ফুল-বাগিচায়, জ্যোৎস্না যখন ছড়িয়ে পড়ে। মন-ভরানো হাসির জোয়ার, আসে তোমার মুখটি জুড়ে। আমার মনের দুঃখ-সুখের, প্রতিচ্ছবি তোমার মন, আমার মনের আয়না তুমি, আমিও তোমার একান্ত আপন। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love